ঋণখেলাপিরা পেল আরও সুবিধা

  03-09-2019 09:58PM

পিএনএস ডেস্ক : বকেয়া ঋণের ২ শতাংশ জমা দিয়ে পুন:তফসিলের সমসয়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে। এতে নিজের দু:খ গোছিয়ে নতুন ঋণ গ্রহণ করে নিজেকে আশানুরূপ জায়গা দেখতে পারবেন ঋণ খেলাপিরা। হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ২০ অক্টোবর পর্যন্ত ঋণ পুন:তফসিলের এই সুযোগ গ্রহণ করতে পারবেন গ্রাহক। নিতে পারবেন নতুন ঋণ।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশন কতৃর্ক চলতি বছরের ২৯ আগস্টের আদেশের আলোকে বিআরপিডি সার্কুলার নং-০৫/২০১৯ এর আওতায় ঋণগ্রহিতা কতৃর্ক আবেদনের সময়সীমা ২০ অক্টোবর (২০১৯) পযর্ন্ত বৃদ্ধি করা হলো। তবে, প্রদত্ত আদেশ ধনুযায়ী এই সময়ে পুন:তফসিল/এককালীন এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণগ্রহিতাদের অনুকূলে কোন নতুন ঋণ সুবিধা প্রদান করা যাবে না।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন