পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে চায় রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক

  16-01-2020 09:51PM

পিএনএস ডেস্ক : পুঁজিবাজার চাঙা করতে বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক। আজ বৃহস্পতিবার দুপুরে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

সোনীল ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ সদস্য মনজুর হোসেনসহ ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) এবং প্রধান আর্থিক কর্মকর্তারা (সিএফও) উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, রাষ্ট্রায়ত্ত চারটি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি ত্রৈমাসিকে চেয়ারম্যান এবং এমডিদের মধ্যে আলোচনা সভার ধারাবাহিকতায় আজকের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় অন্য নিয়মিত বিষয়ে আলোচনার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টি পর্যালোচনা করা হয়। বৈঠকে পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন