টানা ৬৬ দিন বন্ধের পর শেয়ারবাজারে লেনদেন শুরু

  31-05-2020 02:08PM

পিএনএস ডেস্ক: টানা ৬৬ দিন বন্ধের পর কার্যক্রম শুরু হয়েছে দেশের দুই শেয়ারবাজারে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরু হওয়ার পরপরই সূচকের উত্থান লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

আজ রোববার শেয়ারবাজারে লেনদেন বেলা দেড়টা পর্যন্ত হওয়ার কথা হয়েছে।

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এই ছুটির সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেনও বন্ধের ঘোষণা দেয়া হয়। সেই হিসেবে শেয়ারবাজারে সর্বশেষ লেনদেন হয়েছিল ২৫ মার্চ। এরপর দুই মাসেরও বেশি সময় লেনদেন বন্ধ থাকে। এরইমধ্যে বিনিয়োগকারীদের পক্ষ থেকে লেনদেন চালুর দাবি জানানো হয়। পরে গত বৃহস্পতিবার লেনদেন শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।

লেনদেনের প্রথম এক ঘণ্টায় অর্থাৎ, বেলা সাড়ে ১১টা নাগাদ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩১ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮৩ লাখ টাকার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচকটি (সিএএসপিআই) এক ঘণ্টায় বেড়েছে ১৩৬ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ১ কোটি টাকা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন