বৈদেশিক মুদ্রার রিজার্ভ-রেমিট্যান্সে রেকর্ড

  05-06-2020 09:36PM

পিএনএস ডেস্ক : বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করলো।

শুক্রবার (০৫ জুন) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যেকোনো সময়ের তুলনায় কোনো আর্থিক বছরের এই সময় (৩ জুন) পর্যন্ত এটিই হচ্ছে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভের ইতিহাস। গত অর্থবছরের ৩০ জুন পর্যন্ত সময়ে যা ছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার।

দেশে প্রথমবারের মতো রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের ঘর অতিক্রম করেছিল ২০১৭ সালে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি অর্থবছরের ৩ জুন পর্যন্ত বাংলাদেশ সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন করেছে। এটিও যেকোনো অর্থবছরের তুলনায় সর্বোচ্চ। এ সময়ে বাংলাদেশ ১৬ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স অর্জন করেছে।

গত ২০১৯-২০২০ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত সময়ে যা ছিল ১৬ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন