ডিএসইতে রেকর্ড ১৩ বছরের সর্বনিম্ন লেনদেন

  21-06-2020 04:15PM

পিএনএস ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন নেমে এসেছে ১৩ বছরের মধ্যে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে।

রোববার (২১ জুন) সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিন ছিল ৬৯ কোটি ৬৫ লাখ টাকা।

বিশ্লেষকদের ধারণা, শেয়ারের ‘ফ্লোর প্রাইস’ নির্ধারণ করে দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি কাজ করছে, তারা শেয়ার কিনছেন না।

ঢাকার বাজারে এরচেয়ে কম লেনদেন হয়েছিল ১৫৮ মাস আগে। ২০০৭ সালের ২৩ এপ্রিল মোট ৩৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হতবদল হয়েছিল।

লেনদেন কমলেও রোববার ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৬২ দশমিক ৯৮ পয়েন্ট হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, আর কমেছে ১৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২১৪টির দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩ দশমিক ৩৮ পয়েন্ট কমে হয়েছে ১১ হাজার ২৫০ পয়েন্ট, যা আগের দিনের তুলনায় দশমিক ০৩ শতাংশ কম। সিএসইতে এদিন ৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১ কোটি ৩৬ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির দর।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন