বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

  02-07-2020 03:39PM

পিএনএস ডেস্ক : করোনা সংক্রমনের কারণে বন্ধ থাকা বুড়িমারী স্থলবন্দর দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুরে চালু হয়েছে। এর আগে গত ১০ জুন চালু হলেও তিন ঘণ্টা পর বাংলাদেশী পন্য প্রবেশে বাঁধা দেয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর এলাকার নাগরিকরা বিক্ষোভ করলে পূনরায় বন্ধ হয়ে যায়।

আজ ভারত বাংলাদেশের আমদানি রপ্তানিকারকদের বৈঠক শেষে উভয় দেশের পণ্য আনা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলে আমদানি রপ্তানি শুরু হয়। সম্পূর্ণ সামাজিক দূরত্ব ও নিয়ম মেনে স্থলবন্দর দিয়ে পণ্য আনা নেওয়া শুরু হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল ও সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমা সহ ভারতীয় ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন