পুঁজিবাজারে সূচকের উত্থান

  08-07-2020 09:16PM

পিএনএস ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। দুই স্টকে টাকার পরিমাণেও লেনদেন আগের কার্যদিবস থেকে আজ বেড়েছে। এদিন উবয় স্টকের লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বুধবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেন হয়েছে ২১৮ কোটি ৫ লাখ টাকা। যা আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৩৮ কোটি ৫৬ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১০১টির, কমেছে ২৩টির এবং পরিবর্তন হয়নি ২১৮টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৪ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ দশমিক শূন্য ২ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৫৭ দশমিক ৫০ পয়েন্টে ও ৯২৮ দশমিক ৬৩ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, বীকন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, অরিয়ন ফার্মা, অরিয়ন ইনফিউশনস, ইন্দো-বাংলা ফার্ম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এক্সিম ব্যাংক, ওয়াটা কেমিক্যাল।

দর বৃদ্ধির শীর্ষ কোম্পানি হলো- জনতা ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, বীকন ফার্মা, গ্লোবাল ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, পূরবী জেনারেল ইন্সুরেন্স, জিকিউ বলপেন।

অন্যদিক দর কমার শীর্ষ কোম্পানি হলো- ঢাকা ডাইং, মেঘনা পেট, জেনারেশন নেক্সট, গ্ল্যাক্সোস্মিথ ক্লাইন, অ্যাপোলো ইস্পাত, তাল্লু স্পিনিং, পিপলস ইন্সুরেন্স, মিথুন নিটিং, জাহিনটেক্স, পূবালী ব্যাংক।

অপর পুঁজিবাজারে আজ সিএসইতে লেনদেনের পরিমাণ ৫ কোটি ২২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৮৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৪৮ দশমিক ৯৯ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৩৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫২ দশমিক ৯৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৫১ দশমিক ২৮ পয়েন্ট ও সিএসআই সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮২৭ দশমিক শূন্য ১ পয়েন্টে, ৯ হাজার ৯৬৬ পয়েন্টে ৬ হাজার ৯৩৩ দশমিক ৫৯ পয়েন্টে ও ৭৩৫ দশমিক ৮১ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১১টির এবং কোন পরিবর্তন হয়নি ৮৬টির কোম্পানির শেয়ার দর।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন