হিলি স্থলবন্দরে পিয়াজ ও আদার দাম কমেছে

  29-07-2020 06:16PM

পিএনএস ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পিয়াজ ও আদার দাম কমেছে। একদিন আগেও প্রতি কেজি পিয়াজ প্রকারভেদে ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। আসন্ন ঈদুল আজহায় পিয়াজের দাম বাড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

অপরদিকে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দরে আমদানি হওয়া আদার দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। আগে প্রতি কেজি আদা ১৩০ টাকা কেজি দরে বিক্রি হতো। বর্তমানে তা কমে ১০০-১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন এ তথ্য নিশ্চিত করে জানান, কোরবানির ঈদে দেশে পিয়াজের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে স্থলবন্দর দিয়ে পিয়াজের আমদানি বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। আগে বন্দর দিয়ে ২০-২৫ ট্রাক পিয়াজ আমদানি হলেও গত মঙ্গলবার একদিনেই ৬৫টি ট্রাকে প্রায় ১ হাজার ৩শ টন পিয়াজ আমদানি হয়েছে। সড়কপথের পাশাপাশি রেলপথ দিয়েও পিয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গত ২৬ জুলাই রেলপথ দিয়ে এক হাজার ৬শ টন পিয়াজ আমদানি হয়েছে।

অপরদিকে, ঈদ উপলক্ষে দেশে আদাসহ বিভিন্ন মসলার বেশ চাহিদা থাকে। বাড়তি এ চাহিদাকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে আদার আমদানি বেড়েছে। আগে মাঝে মধ্যে বন্দর দিয়ে আদা আমদানি হলেও এখন বন্দর দিয়ে নিয়মিত আদা আমদানি হচ্ছে।

বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ার কারণে পিয়াজ ও আদার দাম কমেছে বলে জানান তিনি।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন