ঈদে বেনাপোল বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

  31-07-2020 09:42PM

পিএনএস ডেস্ক : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য ঈদ ও সাপ্তাহিক ছুটিতে তিন দিন বন্ধ থাকবে। তবে এসময় ভারতে আটকা পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরতে পারবেন।


বৃহস্পতিবার বিকেলে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “সাপ্তাহিক ছুটি ৩১ জুলাই আগস্টে ঈদের জন্য ১ ও ২ তারিখ এ পথে বাণিজ্য বন্ধ থাকবে। আবার ৩ আগস্ট থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে। ঈদের ছুটির মধ্যে যাতে স্থলবন্দরে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”


বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারতে আটকা পড়া পাসপোর্ট যাত্রী যাতায়াত থাকবে।


বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, “ঈদের ছুটির মধ্যে স্থলবন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নজরদারি করা হবে।”

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন