নভেম্বরে প্রবাসীরা পাঠালেন ২০৮ কোটি টাকা

  01-12-2020 09:21PM

পিএনএস ডেস্ক : নভেম্বর মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ২০৮ কোটি ডলার। গত বছর একই সময় ছিল ১৫৫ কোটি ডলার। আলোচ্য মাসে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৬৩ শতাংশ।

প্রবাসী বাংলাদেশিরা চলতি বছর চতুর্থ বারের মতো ২০০ কোটি মার্কিন ডলারের উপর রেমিট্যান্স পাঠিয়েছেন।

তবে অক্টোবরের তুলনায় নভেম্বরে রেমিট্যান্স কিছুটা কমেছে। অক্টোবরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ২১১ কোটি ডলার।

গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে একমাত্র আগস্ট বাদে বাকি চার মাসে রেমিট্যান্স ২০০ কোটি ডলারের উপরে এসেছে। আগস্টে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ডলার।

এই নিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়াল ১০ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যেটা গত বছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

কোভিড-১৯ মহামারিতে অচলায়তন বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ অর্থনীতির বিশ্লেষকদের কাছে বিস্ময়ের উপাখ্যান হয়ে আছে।

অবশ্য অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মতে প্রণোদনা আর বৈধ পথে অর্থ পাঠানো বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স বাড়ছে।
সূত্র: ডেইলি স্টার।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন