পুঁজিবাজারে সূচক উত্থান

  03-12-2020 09:26PM

পিএনএস ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেনে অংশ নেয়া উভয় স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর বেড়েছে।

বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিনে লেনদেন হয়েছে ৮২২ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৮৪১ কোটি ৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৬টির এবং পরিবর্তন হয়নি ৯৩টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৪ দশমিক ৮৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২২ দশমিক ১৪ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২৭ দশমিক ১২ পয়েন্টে ও ১ হাজার ১৩৬ দশমিক ৫৩ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, নিটল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ড টেক্সটাইল, প্রভাতি ইন্স্যুরেন্স, আমান ফিড, সিলভা ফার্মা, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ফিড।

অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ২৪ কোটি ৮২ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৬২টির এবং কোনো পরিবর্তন হয়নি ৫২টির কোম্পানির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০৪ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৬২ দশমিক ৫৬ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৬ দশমিক ১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭৫ দশমিক ৩৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৫৯ দশমিক ৭৯ পয়েন্ট ও সিএসআই সূচক ৭ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮ দশমিক ৯২ পয়েন্টে, ১১ হাজার ৩৭৬ দশমিক ৪১ পয়েন্টে, ৮ হাজার ৫৮৭ দশমিক ২৯ পয়েন্টে ও ৯৩৮ দশমিক ২৩ পয়েন্টে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন