পুঁজিবাজারে সব ধরনের সূচকের উত্থান

  06-12-2020 07:17PM

পিএনএস ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেনে অংশ নেয়া উভয় স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইর কমেছে।

রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিনে লেনদেন হয়েছে ৮৪৩ কোটি ৮০ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮২২ কোটি ৬৩ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৫৪টির, কমেছে ১২০টির এবং পরিবর্তন হয়নি ৮০টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২১ দশমিক ৫১ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৮ দশমিক ৬৪ পয়েন্টে ও ১ হাজার ১৫০ দশমিক ৮০ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রিপাবলিক ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ফরচুন সুজ, বেক্সিমকো ফার্মা, আমরা নেটওয়ার্কস, আইএফআইসি ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, এসএস স্টিল, এসোসিয়েটেড অক্সিজেন।

অপর পুঁজিবাজার সিএসইতে রোববার লেনদেনের পরিমাণ ২৪ কোটি ৬১ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৭৬টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪৫টির কোম্পানির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৬১ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪২৪ দশমিক শূন্য ৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৫ দশমিক শূন্য ৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২২১ দশমিক ৩৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৯৪ দশমিক ৪১ পয়েন্ট ও সিএসআই সূচক ৮ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৩ দশমিক ৯৮ পয়েন্টে, ১১ হাজার ৫৯৭ দশমিক ৭৫ পয়েন্টে, ৮ হাজার ৬৮১ দশমিক ৭১ পয়েন্টে ও ৯৪৬ দশমিক ৭৫ পয়েন্টে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন