ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

  17-12-2020 05:29PM

পিএনএস ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিনে লেনদেন হয়েছে ৭০৫ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৭২ কোটি ৪ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৯২টির, কমেছে ১৮৬টির এবং পরিবর্তন হয়নি ৭৭টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক শূন্য ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৮ দশমিক শূন্য ৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৪২ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৮ দশমিক ৬১ পয়েন্টে ও ১ হাজার ১৮০ দশমিক শূন্য ৯ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল পলিমার, ডমিনেজ স্টিল বিল্ডিং, এসএস স্টিল, জেএমআই সিরিঞ্জ, ওয়ালটন হাই-টেক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স।

অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ৫৮ কোটি ২৪ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৩৪টির এবং কোনো পরিবর্তন হয়নি ৬৭টির কোম্পানির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৩ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭০ দশমিক শূন্য ৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৯৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৮৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩২ দশমিক ৩২ পয়েন্ট ও সিএসআই সূচক ৬ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৭০ দশমিক ১৬ পয়েন্টে, ১১ হাজার ৮০৫ দশমিক ৪৯ পয়েন্টে, ৮ হাজার ৮৩৭ দশমিক ৫৬ পয়েন্টে ও ৯৭১ দশমিক ১২ পয়েন্টে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন