বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

  22-12-2020 01:54PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : পেট্টাপোল স্থলবন্দর জীবন জিবিকা বাঁচাও আন্দোলন কমিটি ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ধর্মঘট স্থগিত করেছে। ফলে মঙ্গলবার সকাল সাড়ে দশটার পর থেকে শুরু হয়েছে আমদানি রফতানি বানিজ্য। কমতে শুরু করেছে ট্রাক জট। আমদানি রফতানি চালু হওয়ায় খুশি ট্রাক চালক ও শ্রমিকেরা। স্বস্তি ফিরেছে বন্দরে বেনাপোল স্থল বন্দর উপ পরিচালক প্রশাসন ট্রাফিক মামুন তরফদার জানান, দ-ুদেশের বন্দর কাষ্টম ও বন্দর ব্যাবহারকারী বিভন্ন সংগঠনের নেতাদের সাথে বৈঠকে সুরাহের চেষ্টা করা হয়। ভারতের পেট্টাপোল বন্দরে আন্দোলন রত শ্রমিকেরা সে দেশের কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে ৭২ঘন্টার আল্টিমেটাম দিয়ে সাময়িক ধর্মঘট প্রত্যাহার করে। ফলে পুরোদমে সব ধরনের পন্য আমদানি রফতানি শুরু হয়েছে। দু দিনের ক্ষতি পুশিয়ে নিতেজোর গতিতে কাজ চালিয়ে যাবেন বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

৫দফা দাবী আদায় না হলে আবার ও অনির্দিষ্টকালের ধর্মঘট সহ বৃহত্তম কর্মসুচির দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শ্রমিকেরা।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন