চলতি সপ্তাহে ৬১ কোম্পানির এজিএম

  26-12-2020 06:30PM

পিএনএস ডেস্ক : চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬১ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এসব এজিএমে কোম্পানিগুলোর পরিচালন পর্ষদ তাদের সর্বশেষ অর্থবছরের ডিভিডেন্ড এজেন্ডা শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন করিয়ে নিবে। একই সঙ্গে ওই এজিএমে কোম্পানির পরিচালন পর্ষদ সর্বশেষ অর্থবছরের আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, স্বত্রন্ত পরিচালক নির্বাচন, নিরীক্ষক নিয়োগ, নিরীক্ষকের সম্মানি, ব্যবসায়ের নিয়মনীতি পরির্বতন, ব্যবসা বৃদ্ধিসহ কোম্পানি উন্নয়নমূলক বিভিন্ন এজেন্ডা শেয়ারহোল্ডারদের কাছ সম্পতিক্রমে অনুমোদন করবে।

চলতি সপ্তাহে এজিএম হবে এমন কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশ, ফাইন ফুডস, গ্লোবাল ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স, লিগেসি ফুটওয়্যার, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, রেনউইক যজ্ঞেশ্বর, দেশ গার্মেন্টস, ড্রাগন সোয়েটার, মেট্রো স্পিনিং, মোজ্জফ্ফর হোসেন স্পিনিং, নর্দান জুট, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইলস, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মুন্নু সিরামিকস, মুন্নু জুট স্টাফলার, প্রিমিয়ার সিমেন্ট মিলস, কুইন সাউথ টেক্সটাইল, সমতা লেদার, শ্যাম্পুর সুগার মিলস, ইয়াকিন পলিমার, আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলোজিস, আফতাব অটোমোবিলস, ফু-ওয়াং ফুড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, আইএসএন, জেএমআই সিরিঞ্জ, এমআই সিমেন্ট, এমএল ডাইং, নাভানা সিএনজি, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আরএসআরএম, সাইফ পাওয়াটেক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আল-হাজ্জ্ব টেক্সটাইল, আমার ফিড, বঙ্গজ, বারাকা পাওয়ার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, দেশবন্ধু পলিমার, জেনেক্স ইনফোসিস, জিকিউ বলপেন, প্রাইম টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইলস, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সালভো কেমিক্যাল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিলভা ফার্মাসিউটিক্যালস, অগ্নি সিস্টেমস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং সিরামিক, গোল্ডেন সন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, আরডি ফুড, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিক, এএফসি অ্যাগ্রো বায়োটেক।

এসব কোম্পানির মধ্যে শনিবারে এজিএম করেছে ৭ কোম্পানি। এজিএম করা ওই কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশ, ফাইন ফুডস, গ্লোবাল ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স, লিগেসি ফুটওয়্যার, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, রেনউইক যজ্ঞেশ্বর।

এছাড়া রোববারে এজিএম অনুষ্ঠিত হবে দেশ গার্মেন্টস, ড্রাগন সোয়েটার, মেট্রো স্পিনিং, মোজ্জফ্ফর হোসেন স্পিনিং, নর্দান জুট ও জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ।

সোমবারে এজিএম অনুষ্ঠিত হবে ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইলস, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মুন্নু সিরামিকস, মুন্নু জুট স্টাফলার, প্রিমিয়ার সিমেন্ট মিলস, কুইন সাউথ টেক্সটাইল, সমতা লেদার, শ্যাম্পুর সুগার মিলস, ইয়াকিন পলিমার।

মঙ্গলবারে এজিএম অনুষ্ঠিত হবে আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলোজিস, আফতাব অটোমোবিলস, ফু-ওয়াং ফুড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, আইএসএন, জেএমআই সিরিঞ্জ, এমআই সিমেন্ট, এমএল ডাইং, নাভানা সিএনজি, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আরএসআরএম, সাইফ পাওয়াটেক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

বুধবারে এজিএম অনুষ্ঠিত হবে আল-হাজ্জ্ব টেক্সটাইল, আমার ফিড, বঙ্গজ, বারাকা পাওয়ার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, দেশবন্ধু পলিমার, জেনেক্স ইনফোসিস, জিকিউ বলপেন, প্রাইম টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইলস, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সালভো কেমিক্যাল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিলভা ফার্মাসিউটিক্যালস।

বৃহস্পতিবারে এজিএম অনুষ্ঠিত হবে অগ্নি সিস্টেমস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং সিরামিক, গোল্ডেন সন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, আরডি ফুড, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিক, এএফসি অ্যাগ্রো বায়োটেক।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন