‘সাহসী হয়ে বীমা পেশায় আত্মনিয়োগ করতে হবে’

  26-12-2020 08:39PM

পিএনএস, নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেছেন, পৃথিবী সাহসী মানুষের জন্য, তাই সাহসী হয়ে বীমা পেশায় আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, আমি পারব, আমার দ্বারা সম্ভব- এই মানসিকতা লালন করতে হবে বীমা কর্মীকে। মানুষ পারে না পৃথিবীতে এমন কাজ নাই। আজকে মানুষ মঙ্গলগ্রহে ও চাঁদে পর্যন্ত চলে গেছে।

আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত জেনিথ ইসলামী বর্ষ সমাপনী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী।

এস এম নুরুজ্জামান বলেন, জেনিথ ইসলামী লাইফ একটি সম্পূর্ণ অনলাইন প্রতিষ্ঠান। আমাদের ওয়েবসাইট ইংরেজী ও বাংলা ভার্সনে তৈরি। তাই আপনারা সহজেই সবকিছু জানতে পারবেন। তিনি বলেন, নবায়ন ব্যবসা বৃদ্ধি করতে হবে। নবায়ন সংগ্রহ করার উদ্দেশ্যে আজকের মিটিং। আজ হতে ১ মাস ৬ দিন নবায়ন কালেকশান করার জন্য চেষ্টা করতে হবে।

পিএএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন