পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

  02-03-2021 04:40PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের পুঁজিবাজারে মঙ্গলবার (২ মার্চ) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯১ কোটি ৯৫ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬১৮ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত আছে ৮৭টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৯৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৮টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির। সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন