সূচক ও লেনদেন বেড়েছে

  07-03-2021 04:24PM

পিএনএস ডেস্ক : দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ৭ মার্চ) সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে।একই সঙ্গে বেড়েছে লেনদেন। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র জানায়, আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করছে।

রোববার ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৫৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ১০০টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০০ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৩৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ৯৫টির, কমেছে ৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ২২ লাখ টাকা।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন