লেনদেনের শুরুতেই ধস

  21-03-2021 01:28PM

পিএনএস ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস আজ। এদিন লেনদেনের শুরুতেই ধস নেমেছে দেশের শেয়ারবাজারে। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারেও ধস ছিল।

রবিবার প্রথম আধঘণ্টার লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়।

দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। দিনের শুরুতেই একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। এতে প্রথম ৬ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ২৪ পয়েন্ট কমে যায়।

সময়ের সাথে সাথে বাড়তে থাকে পতনের মাত্রা। ব্যাংক, বীমা, প্রকৌশল, ওষুধসহ প্রতিটি খাতের একের পর এক প্রতিষ্ঠান নাম লেখায় পতনের তালিকায়। ফলে দেখতে দেখতে ধসে রূপ নেয় শেয়ারবাজার।

প্রথম আধঘণ্টায় তথা সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্টে পড়ে যায়। আর দুপুর ১টার দিকে তা ৮৯. ৪২ পয়েন্টে নেমে যায়।

ওই প্রথম আধঘণ্টায় অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১৮ পয়েন্ট কমে যায়, যা ১টার দিকে ২১ পয়েন্টে নামে। আর ডিএসই-৩০ সূচক দুপুর ১টায় কমেছে ৩৯ পয়েন্ট।

গত বৃহস্পতিবারও শেয়ারবাজারে ভয়াবহ ধস নামে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ৮১ পয়েন্ট কমে যায়। সম্মিলিতভাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম ৬ হাজার ৪১৭ কোটি টাকা।

অপরদিকে আজ প্রথম আধঘণ্টার লেনদেনে অপর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৩ পয়েন্ট কমে যায়।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন