‘কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কিনা জুনে বলা হবে’

  24-03-2021 09:22PM

পিএনএস ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ আগামী অর্থ বছরেও থাকবে কিনা তা জুনে বাজেট সংসদে উপস্থাপনের সময় বলা হবে। কালো টাকা সাদা করার সুযোগ এখন যেভাবে আছে সেভাবে থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে আজ বুধবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর ব্রিফিং ভার্চুয়াল ব্রিফিং করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘বাজেটে যে জায়গাগুলো যেভাবে আছে সেভাবে থাকবে কিনা, তা এই মুহূর্তে বলা যাবে না। জুনে সংসদে বাজেট দেওয়ার সময় জানবেন।’

শেয়ার বাজার, ব্যাংক আমানতে, নগদ টাকা, ফ্লাট ক্রয়সহ সব ক্ষেত্রে বিনা প্রশ্নে ১০ শতাংশ কর দিয়ে এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থবছরের প্রথম ছয় মাসে ১০ হাজার কোটি টাকা সাদা হয়েছে। করোনার ধাক্কার মধ্যেও ঢাকায় প্রায় সব রেডি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। দেশের শীর্ষস্হানীয় অর্থনীতিবিদরা এই সুযোগ আর না বাড়ানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন