৮ মাসের মধ্যে পুঁজিবাজারে সর্বনিম্ন লেনদেন

  28-03-2021 05:20PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের পুঁজিবাজারে রোববার (২৮ মার্চ) লেনদেনে ধস নেমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমেছে, যা গত ৮ মাসের মধ্যে সবচেয়ে কম।

আগের কার্যদিবসের চেয়ে ডিএসই‘র প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮২ কোটি ৫৪ লাখ টাকা। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ২৬ জুলাই ডিএসইতে ৩৭১ কোটি টাকা লেনদেন হয়েছিল। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৮ কোটি ২৩ লাখ টাকা। রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত আছে ১৩২টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৪ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮০ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত আছে ৬২টির। সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ২৩ লাখ টাকা।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন