মূলধন উত্তোলনে আবেদনের সময় বাড়ালো বিএসইসি

  03-05-2021 07:43PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে লকডাউন চলছে। লকডাউনে সরকার ঘোষিত বিধি-নিষেধ বিবেচনাপূর্বক ডেবিট ও ইক্যুইটি সিকিউরিটি ইস্যুর মাধ্যমে মূলধন উত্তোলনের জন্য আবেদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের অতিরিক্ত ৬০ দিন বা দুই মাস সময় বাড়ালো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৩ মে) বিএসইসি’র ৭৭২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩, ডিপোজিটরি আইন, ১৯৯৯ এবং এসবের অধীনে প্রণীত বিধিমালা, প্রবিধানমালা, নির্দেশনা ও আদেশ অনুযায়ী বিভিন্ন আর্থিক হিসাব বিবরণী, প্রতিবেদন, তথ্য ইত্যাদি কমিশন বা স্টক এক্সচেঞ্জ বা ডিপোজিটরি কোম্পানিতে দাখিলের ক্ষেত্রে সরকার ঘোষিত বিধি-নিষেধের সময়সীমা উল্লিখিত সিকিউরিটিজ আইনে নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত হিসেবে বিবেচনা করা হবে। এর ফলে আলোচ্য প্রতিবেদন দাখিলেও সময় পেলো প্রতিষ্ঠানগুলো।

পিএনএস/এসআইআর



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন