বিশ্বের সেরা শেয়ারবাজার ডিএসই

  12-06-2021 05:47PM

পিএনএস ডেস্ক : শেয়ারবাজারের দিকে কান পাতলেই সুখের সুর শোনা যায় ইদানিং।লেনদেন ,শেয়ারের দর কিংবা সূচক সবদিকেই উত্থান দেখা যাচ্ছে শেয়ারবাজারে ।এরই মধ্যে আরও একটি সুখবর এলোফ্রন্টিয়ার জার্নালের বরাতে ।এমন খবর এর আগেও হয়েছে ।একবার নয়; দু’বার ! এবার দিয়ে তিনবার । খবরটা হলো - সারা বিশ্বে যত শেয়ারবাজার আছে তাদের মধ্যে সবচেয়ে সেরা শেয়ারবাজার হিসেবে নির্বাচিত হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ।এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বসেরার তকমা পেলে প্রতিষ্ঠানটি।

গত মে মাসে ডিএসইর বিনিয়োগকারীরা মুনাফা বা রিটার্ন পেয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ যা সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ।যে কারণে সেরা পুঁজিবাজারের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিএসই।প্রতিবেদনে পূথিবীর অন্যান্য দেশের পুঁজিবাজারের রিটার্নের হারও উল্লেখ করেফ্রন্টিয়ার জার্নাল।জার্নালটির ভাষ্যমতে,বাংলাদেশের পরেই আছে পাকিস্তানের নাম । দেশটির বিনিয়োগকারীরাপুঁজিবাজার থেকে রিটার্ন পেয়েছেন ৮ দশমিক ৫ শতাংশ। এছাড়া, ভিয়েতনাম ৭ দশমিক ২ শতাংশ, চায়না ৬ দশমিক ৬ শতাংশ, ফিলিপাইনস ৫ দশমিক ৩ শতাংশ, কাজাকিস্তান ৪ দশমিক ৭ শতাংশ, শ্রীলঙ্কা ২ দশমিক ৫ শতাংশ, থাইল্যান্ড শূন্য দশমিক ৬ শতাংশ এবং ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীরা শূন্য দশমিক ৩ শতাংশ রিটার্ন পেয়েছেন।

এর আগেগত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রিটার্নের দিক দিয়েডিএসই বিশ্বের সেরা পুঁজিবাজারের তালিকায় উঠে আসে। এবার দিয়ে তৃতীয়বারের মতো ডিএসই বিশ্বসেরা পুঁজিবাজারের তালিকায় উঠে এলো।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যন মো ইউনুসুর রহমান দ্য রিপোর্টকে বলেন - আমরা পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছি। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজার ঘুরে দাড়িয়েছে। এ নিয়ে তিন তিনবার বিশ্বের সেরা বিনিয়োগবান্ধব পুঁজিবাজারের তকমা পাওয়া এটাই প্রমাণ করে যে - আমরা ঠিক পথেই এগুচ্ছি ।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন