ব্যাংক লেনদেনের সময় আরও বাড়ল

  16-06-2021 07:21PM

পিএনএস ডেস্ক : চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। তবে নতুন এ নির্দেশনায় ব্যাংকিং কার্যক্রম আরও আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৬ জুন) বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ব্যাংকের লেনদেন বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কার্যক্রমের জন্য বিকেল পাঁচটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে। স্বাভাবিক সময়ে ব্যাংকের লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

করোনার কারণে লেনদেনের সময় কমিয়ে আনা হয়েছিল। এখন ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে ব্যাংকিং লেনদেন সময়। বর্তমানে ব্যাংকগুলোর সব শাখা খোলা, গ্রাহকেরাও স্বাভাবিক সময়ের মতো ব্যাংকিং লেনদেন করতে শাখায় যাচ্ছেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন