চুরি যাওয়া অর্থের মধ্যে দেড় কোটি ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

  19-09-2016 05:53PM



পিএনএস ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের যে অর্থ উদ্ধার করা হয়েছে, তা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে ফিলিপাইনের একটি আদালত।

এই অঙ্কের পরিমাণ ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার। গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক ফেড থেকে বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার সরিয়ে ফিলিপাইনের একটি ব্যাংকে নেয়া হয়েছিল। অধিকাংশ অর্থ জুয়ার টেবিলে গেলেও তার মধ্যে দেড় কোটি ডলার ফিলিপাইন উদ্ধার করেছে। ওই অর্থ বাংলাদেশকে ফেরত দিতে সোমবার আদালতের আদেশ হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন