সাংবাদিক মারধর; জাবিতে প্রশাসনিক ভবন অবরোধ শুরু

  17-10-2016 03:05AM

পিএনএস ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ কর্তৃক এক সাংবাদিক মারধরের বিচারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকেরা। আজ ও আগামীকাল দুই দিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন তারা। কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

গত ৮ জুন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংবাদ সংগ্রহ ও বহিরাগত এক তরুণীকে বাঁচাতে গিয়ে মীর মশাররফ হোসেন হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর হামলার শিকার হন বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মহিতোষ রায় টিটো, ইকরাম উদ্দিন অমি ও ইকরাম নাহিদকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি গত ২০ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দিলেও এখন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কর্র্তৃপক্ষ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন