গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় বৃদ্ধি

  18-10-2016 08:04PM

পিএনএস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ ও ২৯ অক্টোবর এবং ৪ ও ৫ নভেম্বর সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু, হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সাময়িক ক্রটি দেখা দেয়। এতে অনেক শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেননি। ফলে শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd প্রচারিত নিয়মাবলি অনুসারে অনলাইনে আবেদন করতে পারবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন