ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  21-10-2016 11:45AM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

এবার ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ৯টার পর থেকেই শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেয়া হয়। তবে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন জিনিস নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। পরীক্ষায় বরাবরের মতো এদিনও মোবাইল কোর্ট দায়িত্ব পালন করে। এদিকে কেন্দ্রের বাইরে ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ হতে তথ্য সহায়তা কেন্দ্র বসানো হয়।

এ বছর ১ হাজার ৭৪৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪২৭ জন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন