বুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার

  21-10-2016 11:31PM

পিএনএস: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের বিভিন্ন বিভাগের অধীনে স্নাতক কোর্সে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে লেভেল-১, টার্ম-১-এ শিক্ষার্থী ভর্তির পরীক্ষা সকাল ৯টায় শুরু হবে।

বুয়েট সূত্র জানায়, আগামীকাল শনিবার শুধুমাত্র পুরকৌশল ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদিন এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরকৌশল ভবন ব্যতীত অন্যান্য ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা আগামী ১২ নভেম্বর প্রকাশিত হবে।

জানা গেছে, বুয়েটের বিভিন্ন অনুষদে মোট আসন সংখ্যা এক হাজার। এতে পড়ার সুযোগ পেতে প্রায় সাড়ে আট হাজার পরীক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন