নির্ধারিত সময়েই হবে জেএসসি-জেডিসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

  23-10-2016 12:23PM



পিএনএস: আগামী ১ থেকে ১৭ নভেম্বরের মধ্যেই জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার বিষয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। নির্ধারিত সময়ে, যথা নিয়মেই জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রায় ২৪ লাখ ১০ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে জেএসসিতে ২০ লাখ ৩৫ হাজার ও জেডিসিতে ৩ লাখ ৭৪ হাজারের অধিক পরীক্ষার্থী রয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন