বিশ্ববিদ্যালয় থেকে বদরুল স্থায়ীভাবে বহিষ্কার

  23-10-2016 07:07PM

পিএনএস ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ হারালো সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম। বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার বিকেলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

এদিন বিকেল ৫টায় শাবির সিন্ডিকেট সভা বসে। সভায় বদরুলকে বহিষ্কারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয় বলে সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন জানান।

বদরুল শাবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
তিনি জানান, খাদিজার ওপর হামলার ঘটনার পরদিন শাবি প্রশাসন ৩ সদস্যের কমিটি করে। ওই কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে বদরুলের ব্যাপারে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে পরীক্ষা দিতে যাওয়া খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করে বদরুল। এ ঘটনার পরদিন তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটি। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন