ঢাবিতে উত্তীর্ণ হননি ৯০ শতাংশ পরীক্ষার্থী

  26-10-2016 10:48AM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ফেল করেছে ৯০ শতাংশ শিক্ষার্থী। ইংরেজিতে ভাল না করায় এ ফল বিপর্যয় বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এইচএসসি পরীক্ষায় পাসের হার বাড়লেও ভর্তি পরীক্ষার উল্টো চিত্রকে শিক্ষা ব্যবস্থার দুর্বলতা হিসেবে দেখছেন শিক্ষাবিদেরা।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজারেরও বেশি।

ভালো ফল করা এসব শিক্ষার্থীর বেশিরভাগই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করতে পারছেন না। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যাতে গড়ে পাস করেছে মাত্র দশ শতাংশ।

বিজ্ঞান শাখা বা ক ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ হাজার ৪২৪ জন শিক্ষার্থী অংশ নিলেও পাস করেছেন মাত্র ১১ হাজার ৩৩০ জন। কলা বা খ ইউনিটে ৩৩ হাজার ২৫৫জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৮শ জন। আর বাণিজ্য বা গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪০ হাজার ২৩৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ২ হাজার ২২১ জন। অথচ তিন ইউনিটে ফেল করা শিক্ষার্থীর ৫০ ভাগের বেশি এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ভর্তি পরীক্ষায় বেশিরভাগ ফেল করেছে ইংরেজিতে।

আর শিক্ষাবিদদের মত, ভালো ফলের জন্য শিক্ষার্থীরা স্কুল কলেজে করেছে সাজেশন নির্ভর পড়াশোনা বিপর্যয় এ কারণেই

শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচিতেও পরিবর্তন তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদেরা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন