শুক্রবার শুরু হচ্ছে বাউবি’র এসএসসি পরীক্ষা

  27-10-2016 09:19PM



পিএনএস ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০১৫ শুক্রবার থেকে শুরু হচ্ছে।

এসএসসি পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে মোট এক লাখ তিন হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ৬২ হাজার ২৮৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৫১৪ জন ছাত্রী। সারাদেশে ৩৯০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুক্র ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে।

আগামী ৯ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে।

বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্মপরিচালক আবুল কাসেম শিখদার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন