চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ছয়জনকে দণ্ড

  27-10-2016 11:40PM

পিএনএস: টাকার বিনিময়ে অন্যের হয়ে ভর্তি পরীক্ষা ও জালিয়াতি করার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছয়জনকে শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও অন্য তিনজনকে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের এ বিচারকার্য পরিচালনা করেন হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) আরিফুল ইসলাম সরদার।

বৃহস্পতিবার বিকেলে আরিফুল ইসলাম সরদার বলেন, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০–এর ৩ ধারায় মো. ইমরান হোসেন, আরাফাতুল ইসলাম ও মো. আমানুল্লাহকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. শাকিল হোসেন, মহসিন মিয়া, জাহিদ হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরও দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বুধবার সকালে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় টাকার বিনিময়ে অন্যের হয়ে ভর্তি পরীক্ষা ও জালিয়াতি করার অভিযোগে শাস্তি পাওয়া ছয়জনসহ মোট আটজনকে আটক করা হয়।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন