বৃদ্ধ বাসিরনের পরীক্ষা দেখতে গেলেন ডিসি

  23-11-2016 09:47PM

পিএনএস: ৬৩ বছর বয়সে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষা দেওয়া মেহেরপুরের বাসিরন খাতুনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) পরিমল সিংহ।

বুধবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া-মহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাসিরনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ্জামান, মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল আহেমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর আলী এবং বাসিরনের স্কুল হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন।

এই বয়সে এসে বাসিরনের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে জেলা প্রশাসক বলেন, ‘বাসিরন আমাদের জন্য অনুপ্রেরণা। শিক্ষার যে কোনো বয়স নেই তিনিই সেটির প্রমাণ।’

তাঁর আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হওয়ার কথাও জানালেন ডিসি। বাসিরন বুঝে শুনে ধীরস্থিরভাবে প্রশ্নের উত্তর লিখছিলেন জানিয়ে ডিসি বলেন, সে কারণে পরিদর্শকরা বিরক্ত করেননি। বাসিরন ভালোভাবে পিএসসি পরীক্ষায় পাস করবেন বলেও আশা প্রকাশ করেন পরিমল সিংহ।

এ ছাড়া পরীক্ষা শেষ হলে বাসিরনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু করার পরিকল্পনা করছেন বলেও জানান জেলা প্রশাসক।

বাসিরন খাতুন দেশের সবচেয়ে বেশি বয়সের পিএসসি পরীক্ষার্থী। গত ১২ নভেম্বর এনটিভি অনলাইন ও ১৬ নভেম্বর এনটিভিতে বাসিরনকে নিয়ে নিউজ প্রচারিত হওয়ার পর সারা দেশের মানুষের কাছে বাসিরন এখন পরিচিত মুখ।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন