এবারো বেরোবিতে তৃতীয় লিঙ্গের কোটা ফাঁকা

  26-11-2016 01:00PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ‘তৃতীয় লিঙ্গ’ বিশেষ কোটা চালু করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। গত বছর একজন চান্স পেলেও সাক্ষাৎকার না দেয়ায় ফাঁকা থেকে যায় এই কোটার জন্য নির্ধারিত আসন।

এ বছর ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী মেধা তালিকায় চান্স না পাওয়ায় ফাঁকাই থাকছে তৃতীয় লিঙ্গ বিশেষ কোটার বরাদ্ধকৃত আসন।

গত ২৩ ও ২৪ নভেম্বর প্রকাশিত ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল অনুসন্ধানে দেখা যায়, ছয়টি অনুষদের কোনো অনুষদেই তৃতীয় লিঙ্গ বিশেষ কোটার কোনো শিক্ষার্থী চূড়ান্ত মেধা তালিকায় স্থান পায়নি।

উল্লেখ্য, গত ১৩ থেকে ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে দ্বিতীয়বারের মত অন্যান্য কোটার পাশপাশি শূন্য দশমিক ৫ হারে তৃতীয় লিঙ্গ কোটা ভর্তি সিদ্ধান্ত নেয়া হয়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন