জবির ৫ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

  01-12-2016 10:46PM

পিএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক আদেশে এ তথ্য জানা গেছে।

ওই আদেশে বলা হয়েছে, গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে আইন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী নূর-ই-আলমকে মারধর করেন বিভিন্ন বিভাগের কয়েক শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জবি প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন, একাদশ ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের সজিব শেখ, সমাজবিজ্ঞান বিভাগের রাজিব বিশ্বাস, অর্থনীতি বিভাগের তরিকুল ইসলাম ও পদার্থবিজ্ঞান বিভাগের সৈয়দ শাহরুখ আলম শোভন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে। অপরাধী যারাই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন