পূর্ণাঙ্গ ইনিস্টিটিউটের দাবিতে ফের আন্দোলনে গার্হস্থ্যের ছাত্রীরা

  04-12-2016 01:07PM


পিএনএস, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনিস্টিটিউটের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। রবিবার সকাল ১১টায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। পরে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে। ফলে সেখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

গত সেপ্টেম্বরের শেষ দিকে ঢাবির পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের দাবিতে আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে কলেজের ছাত্রীরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করেন। তিনি শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। শিক্ষা সচিবকে আহ্বায়ক করে একটি কমিটিও গঠন করেন। কিন্তু এ ঘটনার দুমাস পর ফের আন্দোলনে নেমেছেন ছাত্রীরা।

শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর দুই মাস পেরিয়ে গেলেও দাবির বিষয়ে কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রণালয় নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন