ইবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  07-12-2016 08:14PM

পিএনএস: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত ৪ ডিসেম্বর থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হয়।

বুধবার ‘ই’ ও ‘এফ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিগত বছরগুলোতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কমবেশি জালিয়াতি হলেও এবারের পরীক্ষায় সেটি হয়নি।

শনিবার থেকে শুরু হওয়া ২৫টি বিভাগের ১৬৯৫টি আসনের বিপরীতে মোট ৮টি ইউনিটে ৭২ হাজার ৯১০টি আবেদনপত্র জমা পড়ে।

গত ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মোট ৬টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান।

ক্যাম্পাস ও তার আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি পুলিশ র্যা ব, ডিবি ছিল সার্বক্ষণিক তৎপর ছিল।

এ দিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী।

পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন