মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের অপসরানের দাবি

  08-01-2017 12:50PM

পিএনএস ডেস্ক: রাজধানীর মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বদরুদ্দিন হাওলাদারের অপসারনের দাবি জানিয়েছে স্কুলটির শিক্ষক-কর্মচারীরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক দুর্নীতিবাজ এবং গত চার মাস ধরে শিক্ষকদের বেতন অাটকে রেখেছেন।

রবিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় হাইকোর্টের ফটকের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি করেন।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষক বদরুদ্দিন হাওলাদার স্কুলটিতে যোগদানের পর থেকে অনেক অনিয়ম করছেন। এর অাগে তেজগাঁও একটি স্কুলে কর্মরত থাকা অবস্থায় তিনি দুর্নীতির অভিযোগে জেলও খেটেছেন।

তারা অারও বলেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাহামান্য হাইকোর্ট, ঢাকা শিক্ষা বোর্ড, শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দুর্নীতিবাজ ও অবৈধ ঘোষণা করায় এবং তার স্বাক্ষরে ব্যাংক লেনদেন, ম্যানেজিং কমিটি গঠন ও যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করায় প্রতিষ্ঠানটির ২৫০ জন শিক্ষক-কর্মচারি গত ৪ মাস ধরে বেতন পাচ্ছে না। এ অবস্থায় তারা দুর্বিসহ জীবনযাপন করছি। তাই সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারে কাছে শিক্ষকদের দাবি, দ্রুত প্রধান শিক্ষককে অপসারণ করে ৪ মাসের বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা নেয়া হোক।

মানববন্ধনে সিনিয়র শিক্ষক মোঃ বাছির উদ্দিন, সিনিয়র শিক্ষক মামুন অর রশিদসহ শতাধিক শিক্ষক-কর্মচারি উপস্থিত ছিলেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন