এবার ৬ষ্ঠ শ্রেণির বইয়ে ৭ম শ্রেণির পড়া!

  17-01-2017 05:42PM

পিএনএস ডেস্ক: বইয়ের মলাট এক শ্রেণির হলেও সেটা খোলার পর দেখা যাচ্ছে অন্য শ্রেণির। দাখিলের ষষ্ঠ শ্রেণির বইতে পাওয়া গেছে এরকম ভুল।

ষষ্ঠ শ্রেণির বই হলেও ভেতরে রয়েছে সপ্তম শ্রেণির পড়া। কোথাও কোথাও এক শ্রেণির বইতে অন্য শ্রেণির পুরো একটি অধ্যায়ই তুলে দেয়া হয়েছে।

কুষ্টিয়ার মিরপুরে দাখিল পর্যায়ের ষষ্ঠ শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সরবরাকৃত ইংরেজি গ্রামার বইটির শুরুতেই রয়েছে ভুল। মলাটের উপরে English Grammar And Composition, Dakhil , Class Six। কিন্তু মলাট খুললেই English Grammar And Composition, Dakhil, Class 7।

মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার জানান, এরকম ভুল অনেক। কোনো কোনো বইয়ে প্রথম অধ্যায় রয়েছে তো পরের অধ্যায়গুলো নেই। মূলত প্রিন্টিংয়ের ভুলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান জানান, প্রেসের তাড়াহুড়ার জন্যই এটা হয়েছে। ভুল আছে এমন বই ফেরত আসলে সঠিক বই পৌঁছে দেয়া হবে।

কর্তৃপক্ষ বলছেন, সরকার এবার চাহিদার চেয়েও বেশি বই সরবরাহ করেছে। কিন্তু ছাপাখানার লোক বেশি তাড়াহুড়ো করে কাজ করায় এমন ভুল হয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন