উদ্ভাবনী প্রতিযোগিতায় প্রথম হওয়ায় আনন্দ র‌্যালি

  17-01-2017 09:03PM

পিএনএস: ডিজিটাল উদ্ভাবনী মেলায় উদ্ভাবনী প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনোলজি (সিট) প্রথম স্থান অর্জন করায় আনন্দ র‌্যালি করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনোলজির সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সিট সিরাজগঞ্জের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম, পরিচালক (অর্থ-হিসাব) অধ্যক্ষ এস এম আবদুল্লাহ মাসউদ মুক্তা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরার হোসেন সবুজ, পরিদর্শক শিউলী খাতুন, হ্যাপি খাতুন, মাহবুবা খাতুন, কনা খাতুন, সাথী খাতুন, পরিদর্শক আরিফ হোসেন, জাহিদ হোসেন, রাজিব আহমেদ, মো. শহিদুল ইসলাম, রেজিস্ট্রার মো. ফরিদুল ইসলাম, হিসাব সহকারী শিশির ঘোষ, দুলাল হোসেন, অফিস সহকারী রেজাউল করিম, আলী হোসেন, ভোলা প্রমুখ।

গত শনিবার সিরাজগঞ্জ কালেক্টরেক্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন