ময়মনসিংহ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা; হল ছেড়েছে শিক্ষার্থীরা

  24-01-2017 10:00AM



পিএনএস, ময়মনসিংহ: শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ।

এছাড়াও জরিত তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কতৃপক্ষ।

সোমবার(২৩ জানুয়ারী) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন কতৃপক্ষ।

নির্দেশের পর পরই হল ছেড়ে যেতে দেখা যায় শিক্ষার্থীদের।

কলেজের উপাধ্যক্ষ ড. আ ন ম ফজলুল হক পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত বুধবার রাতে কলেজের পঞ্চম বর্ষের ছাত্র শহীদ হোসেনকে মারধর করে চতুর্থ বর্ষের ছাত্র নিয়ামুল হক সিয়াম, দ্বিতীয় বর্ষের অনুপম দত্ত ও অনিক মোস্তফা হিমেল।

মারধরের শিকার ছাত্রের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত তিন শিক্ষার্থী নিয়ামুল হক সিয়াম, আকিব মোস্তফা হিমেল ও অনুপম দত্তকে বহিষ্কার করে কলেজ প্রশাসন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন