বরগুনার তালতলীতে মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব বরখাস্ত

  09-02-2017 07:22PM

পিএনএস, বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারিতার কারনে নকলের প্রবনতা বৃদ্ধি পাওয়ার অভিযোগে পরীক্ষা কেন্দের কেন্দ্র সচিব তালতলী ছালেহিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হারুন অর রশীদকে বুধবার বিকেলে বরখাস্ত করা হয়েছে।

নতুন নিয়োগকৃত কেন্দ্র সচিব ছোটবগী আবদুল গফুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবুল হোসেনের অধীনে বৃহস্পতিবার পরীক্ষার ৪র্থ দিনে শারিরিক শিক্ষা ও সামাজিক বিজ্ঞান বিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান, মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারিতার কারনে নকলের প্রবনতা বৃদ্ধি পাওয়ার অভিযোগে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে পরীক্ষা নেয়ার লক্ষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হুদা ও বরগুনা জেলা প্রশাসক ড. মহাঃ বশিরুল আলম এর নির্দেশে বুধবার পরীক্ষা কমিটির জরুরি বৈঠক ডেকে কেন্দ্র সচিব মাওলানা হারুনুর রশীদকে বরখাস্ত করা হয়েছে। একই বৈঠকে মাওলানা আবুল হোসেনকে নতুন কেন্দ্র সচিব নিয়োগ দেয়া হয়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন