বেরোবির বই মেলার ২য় দিনে দু’টি নতুন বইয়ের মোড়ক উম্মোচন

  13-02-2017 08:40PM

পিএনএস, বেরোবি প্রতিনিধি : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রণন-গুনগুন এর যৌথ উদ্যোগে চার দিনব্যাপী বই মেলার ২য় দিনে দুটি নতুন বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একে এম নূর-উন-নবী প্রধান অতিথি হিসেবে বই মেলায় নতুন বই দু’টির মোড়ক উম্মোচন করেন।

নতুন বই দুটি হলো রংপুরের সিনিয়র সাংবাদিক আফতাব হোসেনের লেখা ‘সাংবাদিকতার পথে পথে’ এবং নুরুল ইসলাম কাব্যবিনদের লেখা ‘মধুবসন্ত”। বই দুটি রংপুরের এ্যাড আইডিয়া পাবলিকেশনকর্তৃক প্রকাশিত ।

এদিকে পহেলা ফাল্গুনের দিন বই মেলা যেন বসন্ত মেলায় পরিণিত হয়েছে। প্রতিটি স্টলে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন