এসএসসির গণিত পরীক্ষা এখনই বাতিল নয়

  14-02-2017 05:27PM

পিএনএস ডেস্ক: এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবরে এখনই পরীক্ষা বাতিল করা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে আরও যাচাই-বাচাই শেষে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রশ্ন ফাঁস কোথায় হয়েছে, কিভাবে হয়েছে -তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তিনি বলেন, প্রশ্নফাঁসের ফলে পরীক্ষায় কি প্রভাব পড়েছে, কতটুকু পড়েছে, আংশিক না সার্বিক- তা বুঝেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। কিছু শিক্ষক এমন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

যারা প্রশ্ন ফাঁস করছে এবং যে অভিভাবক টাকার বিনিময়ে প্রশ্ন কিনছে তাদের চিহিৃত করেও ব্যবস্থা নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন