জাবিতে বিভিন্ন ঘটনায় ২১ শিক্ষার্থী বহিষ্কার

  15-02-2017 01:14PM

পিএনএস ডেস্ক: ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ছাত্রলীগের দুই গ্রুপে মারামারিসহ পৃথক পাঁচটি ঘটনায় ছাত্রলীগের ১২ নেতাকর্মীসহ ২১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। তবে বহিষ্কৃতদের সকলের নাম এখনো জানা যায়নি।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষা শাখা সূত্রে এই তথ্য জানা গেছে। গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সূত্রটি জানায়।

এদিকে, গত ১০ জানুয়ারি রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বঙ্গবন্ধু হল শাখার ১০ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও ভর্তি পরিক্ষায় জালিয়াতির ঘটনায় গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী নাজমুল এবং আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা শরিফকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আরো পৃথক তিনটি ঘটনায় নয়জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন