ঢাবিতে হিজবুত তাহরীর সদস্য সন্দেহে আটক ১

  23-02-2017 01:04PM

পিএনএস ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের লিফলেট বিতরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী বলেন, সন্দেহভাজন ওই শিক্ষার্থীর নাম সাজিদ বিন আলম।এর আগে একটি বেসরকারি টেলিভিশনে হিজবুত তাহ্‌রীরের লিফলেট বিতরণ নিয়ে প্রকাশিত ফুটেজে যে তিনজনকে দেখা গেছে সে তাদের একজন। শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসলে আমরা তাকে শাহবাগ থানায় সোপার্দ করি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, হিজবুত তাহ্‌রীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ শেষে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আটক হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১২-১৩ সেশনের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। এর আগেও হিজবুত তাহ্‌রীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সে ১৬ মাস কারাগারে ছিল বলে জানা গেছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন