সুনামগঞ্জে অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত

  23-02-2017 08:23PM

পিএনএস: সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে চত্বরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এদিকে কলেজে আজও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ মোতায়েন ছিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুস ছাত্তারকে যেন ছুটি কাটিয়ে স্বপদে না রাখা হয়। যদি তিনি ছুটি কাটিয়ে সরকারি কলেজে আসেন, ধর্মঘট আবারও শুরু করবে তারা এবং আন্দোলন কর্মসূচি আরো কঠিন হবে।

আন্দোলনরত বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মইনুল হোসাইন বলেন, ‘অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতি সবাই জানে। তাই আমরা আন্দোলনে নেমেছি। তবে তিনি আবার কলেজে এলে আমরা কঠোর আন্দোলন করব।’

মইনুল হোসাইন অভিযোগ করেন, অধ্যক্ষ তাঁদের কলেজে আসার পর থেকে পরীক্ষার ফিস, বেতন, হোস্টেল ফিসহ ছাত্রদের কাছ থেকে বিভিন্ন সময় অতিরিক্ত টাকা আদায় করেছেন এবং নানা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। তাই অধ্যক্ষের অপসারণের দাবিতে তারা বুধবার থেকে কলেজের শ্রেণিকক্ষে তালা দিয়ে আন্দোলন করছেন।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন