শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীরা নজরদারিতে

  23-02-2017 08:35PM

পিএনএস: শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষার্থীরা আইনশৃংখলা বাহিনীর নজরদারিতে আছে বলে জানিয়েছেন আইন-শৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার সচিবালয়ে কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, 'জঙ্গিবাদ আমাদের বার্নিং ইস্যু ছিল, সেটা এখন আমাদের আইন-শৃংখলা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তারপরেও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যারা দীর্ঘদিন ধরে অনুপস্থিত সেটা এখনও তদন্তাধীন, সেদিকে নজরদারি রাখা হচ্ছে।'

আইন-শৃংখলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি লাভ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ৬ হাজার ৮০৬টি মামলার মাধ্যমে ৮ হাজার ৫৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে। তাদের বিচার কাজ চলছে, তারা জেলখানায় আছে।'

আমু বলেন, 'প্রত্যেকটি সংস্থার মাদক নিয়ন্ত্রণের জন্য যেসব ব্যবস্থা নেয়া হয়েছিল সেগুলো অব্যাহত রাখা এবং আরও জোরদার করা যাতে এটা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেজন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।'

সারা দেশে আইন-শৃংখলার উন্নয়নে চাঁদাবাজ, পেশাদার সন্ত্রাসী ও দস্যুদের বিশেষ নজরদারিতে নিয়ে আসার সিদ্ধান্ত হয় বলেও জানান আমু।

শিল্পমন্ত্রী বলেন, 'সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা ও কারণ নির্ধারণ করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। আমরা আশা করি এগুলো সব নিয়ন্ত্রণে আসবে।'

সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন